জেলা প্রশাসনের অভিযান

একে খান মোড়ে ৫ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগরের একে খান মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উত্তর পাহাড়তলী মৌজার সাড়ে ৫ শতক সরকারি খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

- Advertisement -

আজ রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী অভিযানের নের্তৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

- Advertisement -google news follower

অভিযানে সহযোগিতা করেন আকবরশাহ থানার পুলিশ সদস্যবৃন্দ, কাট্টলী সার্কেল ও পাহাড়তলী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, জেলা প্রশাসনের কাছে গোপন তথ্য আসে, গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা মহানগরের মূল্যবান এই সম্পত্তিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে তাদের দখলে নিয়েছে।

- Advertisement -islamibank

এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দেয়ারও সংবাদ পাওয়া যায়।

এমন তথ্যে চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশে আজ রবিবার বেলা ১২টা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়।

অভিযান শেষে অবৈধভাবে দখলকৃত সকল স্থাপনা অপসারণপূর্বক বিএস ১ নং খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড স্থাপন করে সরকারের দখল নিয়ন্ত্রণে আনা হয়।

উদ্ধারকৃত সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা। জনস্বার্থে সরকারি জমি অবৈধ দখলের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM