রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তদের গুলিতে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

- Advertisement -

রোববার (১০ নভেম্বর) বিকাল ৫টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ জোবায়ের। সে একই ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিকালে জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে।

- Advertisement -islamibank

এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

পরে স্থানীয় গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় কিছু সংখ্যক দুর্বত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে।

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে ওই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের। তারপরও কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান গিয়াস উদ্দিন।

তিনি জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM