অপরাধ পর্যালোচনা সভা

‘চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ’

অনলাইন ডেস্ক

ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (১১ নভেম্বর) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (জুলাই-সেপ্টেম্বর) সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন।

- Advertisement -google news follower

তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদের কোন ধরনের ছাড় দেওয়া যাবে না।পলাতক আসামি গ্রেফতারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়াতে হবে। এছাড়া মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আকরাম হোসেন বলেন, থানায় আগত সেবাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না। তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠাবান হতে হবে।

- Advertisement -islamibank

সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM