মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে ৮১ রোহিঙ্গা।
সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদমের বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা।
তথ্য নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব।
তিনি জানান, মিয়ানমার সীমান্ত থেকে আলীকদম দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয় জনতা তাদের আটক করেন। পরে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিজিবির কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কি না তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
জেএন/পিআর