আনোয়ারায় ৫৭ লিটার দেশিয় মদসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৫৬.৫ লিটার দেশিয় তৈরি মদসহ এক মাদক কারবারি আটক হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১২) নভেম্বর ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে অভিযান চালিয়ে এসব মদসহ তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক মাদক কারবারির নাম উত্তম সরকার (৪৫)। তিনি একই উপজেলার ২নং ওয়ার্ড গুজরা গ্রামের নেপাল সরদারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানায়, আসামি উত্তম সরকার ও তার পিতা নেপাল সরদার চিহ্নিত দেশিয় মদ ব্যবসায়ী। তারা বিভিন্ন জায়গা থেকে দেশিয় মদ এবং মদ তৈরীর কাঁচামাল নিয়ে এসে স্থানীয় মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে থাকে।

- Advertisement -islamibank

গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দেশিয় মদসহ উত্তম সরকারকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, স্থানীয় বিশ্বস্ত সোর্স এবং এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে মদসহ একজন চিহ্নিত মদ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে এবং উদ্ধারকৃত মদ আনোয়ারা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে দেশিয় মদ নিয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM