চীনের পূর্বাঞ্চলে উক্সি শহরের একটি ভোকেশনাল স্কুলে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন।
দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই স্কুলের সাবেক শিক্ষার্থী।
ইক্সিংয়ের পুলিশ এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইক্সিং কাউন্টির উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড টেকনোলজিতে এই ছুরি হামলা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সী। তিনি ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। চলতি বছর তার স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল তবে তিনি পরীক্ষায় ফেইল করেছেন।
পুলিশ আরও জানায়, ক্ষোভে তিনি স্কুলে ফিরেন এবং এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে স্বীকার করেছেন।
দেশটিতে সম্প্রতি হামলার ঘটনা বেশ বেড়েছে। গত সপ্তাহেই দেশটির দক্ষিণাঞ্চলীয় জুহাউ শহরে মানুষের উপর গাড়ি দিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। সেই হামলায় ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়।
এর আগে গত অক্টোবরে সাংঘাইতে ছুরি হামলায় তিনজনকে হত্যা করেছে। সেইসঙ্গে আহত হয় ১৫ জন।
জেএন/পিআর