মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তার মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে।

- Advertisement -

রবিবার (১৭ নভেম্বর) সকালের দিকে টেকনাফ উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া অন্তর্গত মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান মারা যায়।

- Advertisement -google news follower

মৃত আব্দুর রহমান উখিয়া উপজেলা মরিচ্যা এলাকার আব্দুল গফুরের ছেলে। সে টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।

টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মেরিন ড্রাইভ সড়কে একটি মোটরসাইকেল ও মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

- Advertisement -islamibank

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থেকে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়না তদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি সংঘটিত ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM