ইসরাইলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

অনলাইন ডেস্ক

ইসরাইলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রোববার মধ্য বৈরুতে সিরীয় বাহাত পার্টির লেবানিজ শাখার একটি ভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, বৈরুতে একটি ভবন লক্ষ্য করে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। তিনি গোষ্ঠীটির জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা জেলায় হামলাটি হয়।

- Advertisement -google news follower

হিজবুল্লাহর দাবি, ভবনটিতে কোনো সতর্কতা ছাড়াই হামলা করা হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরাইলের চলমান হামলায় বাস্তুচ্যুত অনেক লেবানিজ এ ভবন এবং এর আশপাশে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি হামলার পর সবাই আতঙ্কে দিন পার করছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বাহাত পার্টির মহাসচিব আলি হিজাজি হিজবুল্লাহর মিডিয়া কর্মকর্তা আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরাইলি হামলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে এবং রাস আল-নাবায় অনেক মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছে।

- Advertisement -islamibank

এই এলাকার কাছে ফরাসি দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় অবস্থিত। ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। হতাহতের এ সংখ্যা প্রাথমিক ও হামলাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলমান।

সম্প্রতি লেবাননের কোনো স্থাপনায় হামলার আগে এক্স-এ সতর্কবার্তা দিয়ে আসছে ইসরাইলি বাহিনী । কিন্তু রোববারের হামলার আগে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তায় ভবনটি খালি করার নির্দেশ দেয়নি। এতে স্পষ্ট হয়, শুধু হিজবুল্লাহর সামরিক শাখাই নয়, অন্যদেরও অনুসরণ করছে ইসরায়েইলি বাহিনী।

নিহত আফিফ বহু বছর ধরে হিজবুল্লাহর মিডিয়ার দায়িত্বে ছিলেন। আড়ালে থেকে স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন তিনি। আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগ দেন এবং ২০০৬ সালে যখন তার গোষ্ঠী ও ইসরাইল যুদ্ধে নামে, তখন হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল-মানারের তথ্য পরিচালক হিসেবে প্রথম পরিচিতি পান।

এ ছাড়া সেপ্টেম্বর মাসের শেষের দিকে দীর্ঘদিনের হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর হত্যার পর আফিফ বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। একটি অনুষ্ঠানে গত মাসে আফিফ ঘোষণা করেন, হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনটি সংক্ষিপ্ত করা হয়েছিল, যখন ইসরাইলি সেনাবাহিনী কাছাকাছি একটি ভবনে হামলা করার হুমকি দেয়। এর আগে ইসরাইলি হামলায় নিহত হওয়া হিজবুল্লাহ কর্মকর্তাদের মধ্যে শুধু নাসরাল্লাহ নন, সাবেক প্রধানের উত্তরসূরি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিনও অন্তর্ভুক্ত।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM