চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপের এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে ১৯ গরু চুরির ঘটনায় মূল হোতা মো. মোক্তার শাহ (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার মো. মোক্তার শাহ আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম সদস্য। সে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নং ওয়াডের বাড়ৈকারা এলাকার শাহ বাড়ির শামসুল ইসলামের ছেলে ।
তার বিরুদ্ধে পটিয়া থানায় ৪টি, কর্ণফুলী থানায় একটিসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।
পটিয়া থানা সুত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের সামনে এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্মে হানা দেয় ২০-২২ জনের সংঘবদ্ধ চোরের দল।
তারা ফার্মের কেয়ার টেকার আবদুল মান্নানকে মারধর করে তাকেসহ ১৯টি গরু চুরি করে ট্রাকযোগে নিয়ে যায়। তবে মাঝপথে কেয়ার টেকারকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
ঘটনার পরদিন ১৩ নভেম্বর সেই কেয়ার টেকার আবদুল মান্নানকে প্রধান আসামি করে খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ আবদুল মান্নানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। এতে অসংলগ্ন কথাবার্তায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
এদিকে চুরির ঘটনার ৫ দিনের মাথায় সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের দলনেতা মো. মুক্তার শাহকে শনাক্তসহ তার অবস্থান নিশ্চিত করে টিম পটিয়া।
রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নগরের বহদ্দারহাটস্থ কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নামজুন নুর জানান, জিজ্ঞাসাবাদে এআরএইচএগ্রো ডেইরি ফার্ম থেকে গরু চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার মোক্তার।
সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয় এবং গরু চুরির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে জানায় ওসি।
জেএন/পিআর