আনোয়ারায় আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোররাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ৬ পরিবারের মাথা গোঁজার ঠাঁই।

- Advertisement -

সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই কৈখাইন গ্রামের চুন্নুু মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের ছেলে দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মোহাং দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০) এর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

- Advertisement -islamibank

বর্তমানে এ ৬ পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানায়, ওই বাড়ির ফাতেমার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারপাশে অন্য বসতঘরেও ছড়িয়ে পড়ে।

আগুনে প্রায় ৬ ভরি স্বর্ণ, নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং পাসপোর্টসহ প্রবাসে যাওয়ার নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র ভস্মিভুত হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত প্রবাসী মোহাম্মদ জসীম।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ তাৎক্ষনিক জানাতে না পারলেও আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন ফায়ার সার্ভিস।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM