সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে যে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ গ্রহণ করছে এর বিপরীতে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি ও সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার সুরক্ষা পাওয়া প্রাপ্য বলে দাবি করেছেন কোম্পানিটির কর্ণধার সাইফুল আলম।

- Advertisement -

মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে আইনজীবীরা একটি চিঠি পাঠিয়েছেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে সতর্ক করে বলা হয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন।

- Advertisement -google news follower

সম্প্রতি যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান মনসুর অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকারের সময় এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। মূলত ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সালিভান।

এই চিঠির একটি কপি ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে এসেছে। এতে অভিযোগ করা হয় যে গভর্নর আহসান মনসুর এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে ভিত্তিহীন ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এসব বক্তব্য এস আলম গ্রুপের জন্য ভীতি প্রদর্শনমূলক বলে অভিহিত করা হয়। বাংলাদেশে কোম্পানিটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই লাখ লোক চাকরি করে বলেও দাবি করা হয়।

- Advertisement -islamibank

মনসুর গত মাসে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, সাইফুল আলম ও তার সহযোগীরা সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় নেতৃস্থানীয় ব্যাংকগুলো দখল করার পর অর্থ পাচার করেছে। এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, এস আলম গ্রুপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভুল ও মানহানিকর।

অন্যদিকে সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন, সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চাইলে তারা সাড়া দেয়নি। তারা এখনো বাংলাদেশের নাগরিক কি না, তাও জানা যায়নি। সিঙ্গাপুর সরকারও ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM