উখিয়ার সীমান্ত থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা জব্দ

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপির টহলদল ফারির বিল নামক স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করেন।

- Advertisement -google news follower

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, পালংখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ উখিয়ার পালংখালী ফারির বিল নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

সে অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, মাদক কারবারীকে শনাক্ত করার জন্য (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM