চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বাংলাবাজার এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
হামলায় নগর গোয়েন্দা শাখার পুলিশ সদস্য নাছির উদ্দিন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই আসামি সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার ৫৪ নম্বর আসামি। নাম রায়হান উদ্দিন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আকবর শাহ থানায় মামলা হয়েছে।
নগর ডিবির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ জনকে আসামি করা মামলাটি দায়ের করেছেন।
আহত পুলিশ সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বললেন এ কর্মকর্তা।
জেএন/পিআর