সীতাকুণ্ডের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজু গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।

- Advertisement -google news follower

আরিফুল ইসলাম চৌধুরী রাজুর বাড়ি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে। সে ডাবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া সীতাকুণ্ড থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আরিফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম নগরের মনছুরাবাদের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তাঁরা ওই বাসায় অভিযান চালান পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনায় করা মামলার আসামি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী রাজু। এছাড়া ডাবলমুরিং থানা-পুলিশ তাঁর বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM