তান্ডব চালাচ্ছে ডেঙ্গু, সাত দিনেই ৩৯ প্রাণহানি

স্বাস্থ্য ডেস্ক :

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই মশাবাহি এ রোগে আক্রান্ত হয়ে ঘটছে প্রাণহানির ঘটনা। বাড়ছে আক্রান্তের সংখ্যা আর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর) ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু এবং সাত হাজার ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -google news follower

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ নভেম্বর ডেঙ্গুতে আট জনের মৃত্যু এবং ৯৯৪ জন হাসপাতালে, ১৭ নভেম্বর আট জনের মৃত্যু এবং এক হাজার ৩৮৯ জন হাসপাতালে, ১৮ নভেম্বর ছয় জনের মৃত্যু এবং এক হাজার ৮৩ জন হাসপাতালে, ১৯ নভেম্বর একজনের মৃত্যু এবং এক হাজার ৫২ জন হাসপাতালে, ২০ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ৩৪ জন হাসপাতালে, ২১ নভেম্বর নয় জনের মৃত্যু এবং এক হাজার ২১৪ জন হাসপাতালে, ২২ নভেম্বর দুই জনের মৃত্যু এবং ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৮২৬ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ৪৩৮ জন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM