মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
মঙ্গলবার (১ জানুয়ারি) নতুন বছর উপলক্ষে পিয়ংইয়ংয়ে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তাঁর দেশ অঙ্গীকারাবদ্ধ। তবে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তাঁর হাতে বিকল্প পথ অনুসন্ধান ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
এ হুঁশিয়ারির মাত্র ক’দিন আগেই স্থগিত পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতার বার্তা দেন কিম জং উন।
এর আগে জানুয়ারির মাঝামাঝি সময়ে পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া।
জয়নিউজ/পলাশ/আরসি