চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ছোড়া সে অস্ত্রধারী তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সোর্সের খবরে তার অবস্থান নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃত তৌহিদের রাজনৈতিক পরিচয় বা তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, এ সম্পর্কে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি।
তবে তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে, যার মধ্যে ৫টি হত্যা মামলা অন্তর্ভুক্ত। এ ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।
শনিবার নগরের দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ।
ওই দিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।’
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদে (গ্রেপ্তার আসামিকে) তিনি জানান, তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি।’
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, ‘তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।’
জেএন/পিআর