১৫ বছর পর বান্দরবানে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানে দীর্ঘ ১৫ বছর পর ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে সদরের উজানীপাড়াস্থ সাঙ্গু নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই।

- Advertisement -

নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্ধোধনের সময় সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকট আবুল কালাম, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক থুইসিংপ্রু লুবু প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮টি দল অংশ নেয়। তারমধ্যে সাতটি নারী দলও অংশ নেয়।

জেলা সদরের মহিলা ও পুরুষ মিলে ১৪৪ প্রতিযোগী অংশগ্রহণ করেন নৌকাবাইচ প্রতিযোগিতায়। প্রতিটি নৌকায় আটজন মাঝি বৈঠার তালে গান গেয়ে বেয়ে যায় তাদের নৌকা।

- Advertisement -islamibank

এদিকে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে সাঙ্গু নদীর পাড়ে ভিড় করে হাজারো মানুষ। নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে পাহাড়ি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক নিনিপ্রু মারমা বলেন, যুবসমাজকে ক্রীড়ামুখী ও মাদক থেকে দূরে রাখতে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন। দীর্ঘ ১৫ বছর পর এই নৌকাবাইচ অনুষ্ঠিত হলো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM