রাঙ্গুনিয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাঙ্গুনিয়া থানায় দায়েরকৃত হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাটি ইকবালকে (৩৭)কে দীর্ঘ ৫ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ধামাইরহাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

- Advertisement -google news follower

গ্রেপ্তার ইকবাল উপজেলার লালানগর ইউনিয়নের ২নং জালাল ফকিরপাড়া এলাকার নূর মিয়া চৌধুরীর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গ্রেপ্তার ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার মামলা নং-২(৯)২০১৯, জিআর-১৮৫/১৯, ধারা-৩০২/১০৯/৪০৪/৩৪ দ্য পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্ট ছিলো।

- Advertisement -islamibank

সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর ধরে নগর ও জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। শনিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

র‌্যাব থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা এবং হত্যা চেষ্টা সংক্রান্তে ৩টি মামলার তথ্য রয়েছে উল্লেখ করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, আজ রোববার (২৪ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM