আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার

স্টার্ককে টপকে আয়ার: ২০ মিনিট পর নতুন ইতিহাস পন্তের

খেলাধুলা ডেস্ক :

১৭ বছরের রেকর্ড ভেঙে আইপিএলের গত আসরের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক।

- Advertisement -

এক বছর না যেতেই সে রেকর্ড ভাঙেন শ্রেয়াস আইয়ার। কিন্তু তার স্থায়িত্ব হয়নি ২০ মিনিটও। দেড় যুগের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ডটি দখলে নিলেন আরেক ভারতীয় ব্যাটার রিশাভ পন্ত।

- Advertisement -google news follower

রোববার (২৪ নভেম্বর) জেদ্দায় ১৮তম আসরের মেগা অকশন থেকে পন্তকে ২৭ কোটি রুপি খরচে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

গত আসর পর্যন্ত, আইপিএলের নিলামে এর আগে সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মিচেল স্টার্কের দখলে। অজি পেসারকে গত বছরের নিলাম থেকে ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

- Advertisement -islamibank

এবারের আসরের শুরুতে কলকাতার গত মৌসুমের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে সে রেকর্ড ভেঙেছিল পাঞ্জাব কিংস।

কিন্তু সে রেকর্ড ২০ মিনিটও স্থায়ী হয়নি। নিলামে নতুন করে বাজিমাত করে লক্ষ্ণৌ। ২ কোটি ভিত্তিমূল্যের পন্তকে দিল্লির থেকে তারা ছিনিয়ে নেয় ২৭ কোটি রুপির বিনিময়ে।

নিলামে নাম ওঠার পর থেকে পন্তকে নিয়ে আগ্রহ প্রকাশ করে লক্ষ্ণৌ। তাদের সঙ্গে প্রথমে লড়াইয়ে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলে ১১ কোটি ২৫ লাখ রুপি পর্যন্ত। এরপর দৃশ্যপটে হাজির হয় সানরাইজার্স হায়দরাবাদ। লড়াই চালিয়ে যায় লক্ষ্ণৌ। বসে বসে দুই ফ্র্যাঞ্চাইজির লড়াই উপভোগ করে পন্তের সাবেক ফ্র্যাঞ্চাইজি দিল্লি।

লক্ষ্ণৌ যখন ২০ কোটি ৭৫ লাখ রুপি দাম হাঁকায় তখন আরটিএম (পুরনো খেলোয়াড় ধরে রাখার সুযোগ) কার্ড ব্যবহার করে দিল্লি। কিন্তু একটি সুযোগ পেয়ে লক্ষ্ণৌ যে দাম হাঁকায় তাতে আর সাহস করেনি দিল্লি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM