চট্টগ্রামের ফটিকছড়িতে ডিজাইন গার্ডেন নামে নিজ প্রতিষ্ঠানে ফাঁসিতে ঝুলে ছিলেন মুহাম্মদ মোসলেন উদ্দিন মহসিন (২৯) নামে এক প্রকৌশলী। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নানুপুর ইউপির ৮নং ওয়ার্ডের ঢালকাটা গ্রামের আলমচাঁদ বাড়িতে তার অফিসের ছাদের ছোট একটি কক্ষ থেকেই লাশটি উদ্ধার করা হয়।
নিহত মহসিন ওই এলাকার খোরশেদুল আলমের বড় ছেলে। সে এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে আসছিল।
স্বজনরা জানায়, মহসিন তার দুই ভাইকে সাথে নিয়ে তিন তলা বাড়িটি নির্মাণ করেছিলেন। ভবনের নিচ তলায় সে ডিজাইন গার্ডেন নামের একটি অফিস কক্ষ রেখেছেন। তার সাথে কারো কোন শত্রুতা নেই, পরিবারেও কোন ঝামেলা নেই।
ঘটনার দিন পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে মহসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছাদের পরিত্যক্ত কক্ষে খুঁজতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা আটকানো।
কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মহসিনের মরদেহ দেখতে পান। তবে এ ঘটনা কিভাবে ঘটে গেল সে বিষয়ে তারা নিশ্চিত কিছু বলতে পারছে না।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর এবং অভিযোগ বা মামলা দায়ের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএন/পিআর