ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। গত দুদিনে ইসরায়েলের হামলায় গাজাজুড়ে কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর ফলে চলমান সংঘাতে গাজায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৪ হাজার ৪০০-তে পৌঁছেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ।
রোববার (১ ডিসেম্বর) আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায়।
এতে কমপক্ষে ৪০ জন নিহত হন। একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে খাবারের জন্য অপেক্ষায় থাকা ১২ জন ফিলিস্তিনি ও চারজন ত্রাণকর্মী প্রাণ হারান।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজারেরও বেশি।
ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ প্রায় ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা খাদ্য, পানি ও ওষুধ সংকটে দিন কাটাচ্ছেন।
জেএন/পিআর