ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ল রেলওয়ে নিরাপত্তাকর্মীর হাত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কদমতলীর রেললাইন এলাকায় দায়িত্বপালনকালে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে আবু জাফর মুন্না (৩৫) নামে এক রেলওয়ে নিরাপত্তাকর্মী (আরএনবি সদস্য)’র হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

- Advertisement -

রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় ময়মনসিংহ হতে চট্টগ্রাম স্টেশনের উদ্দ্যেশে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে তার হাত।

- Advertisement -google news follower

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিচ্ছিন্ন হওয়া বাম হাত এবং আঙ্গুলসহ ওই নিরাপত্তাকর্মীকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে নিয়ে যান বিপুল নামে আরএনবিএর অপর এক সদস্য।

রেলওয়ে নিরাপত্তাকর্মী আবু জাফর মুন্নার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। সে রেলওয়ের অস্ত্র শাখায় কর্মরত।

- Advertisement -islamibank

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন প্রবেশের সময় কদমতলী রেল লাইনে দায়িত্ব পালন করছিলেন আরএনবি সদস্য মুন্না।

ট্রেনটি একদম নিকটে চলে এলে অসতর্কতাবশত সে রেললাইনে হোচট খেয়ে ট্রেনটির ইঞ্জিনের নিচে পড়ে যায়। কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বামহাত। পরে খবর পেয়ে তার এক সহকর্মী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকের বরাতে শহীদুল জানান, মুন্নার হাতের ৭০ শতাংশ ড্যামেজ হয়ে গেছে। উন্নত চিকিৎসার ব্যাপারে কথাবার্তা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM