চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড) কালাইয়ার দোকান এলাকায় ২১ বছর বয়সী এক নারী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
রবিবার (০১ ডিসেম্বর) বিকেলে রুনা আক্তার (২১) নামে এ নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রুনা ওই এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের স্ত্রী এবং চরপাথরঘাটা ১ নং ওয়ার্ডের ইউসুফের মেয়ে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ৬ নং চরপাথরঘাটা ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল নূরের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে টিম কর্ণফুলী।
সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। আত্মহত্যার কারণ তাৎক্ষনিক জানা যায়নি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান ওসি।
জেএন/পিআর