চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় তৈরি অস্ত্র ও গাঁজাসহ ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকা থেকে এসব মাদক ও অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আলাউদ্দিন ওরফে আলীম (৩০)। সে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইনজুরী গ্রামের জালালের ছেলে।
সেনাবাহিনী জানায়, মালঘর বাজারস্থ একটি দোকানে অভিযান চালিয়ে আলাউদ্দিন ওরফে আলীমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা ও ৫টি দেশীয় অস্ত্র তথা রামদা, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে মামলা রুজুর পর রবিবার দুপুরে আদালতে প্রেরণ করার তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
জেএন/পিআর