নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

জাতীয় ডেস্ক :

নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম সভা আজ অনুষ্ঠিত হবে। সোমবার (২ সিডেম্বর) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি সভাকক্ষে এ বৈঠক হবে।

- Advertisement -

সভায় নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় সংসদের সীমানা নির্ধারণসংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করা হতে পারে।

- Advertisement -google news follower

এদিকে গত ২১ নভেম্বর সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন। এরপর ২৪ নভেম্বর শপথ নিয়ে নির্বাচন ভবনে অফিস শুরু করে নতুন কমিশন।

বাকি চার নির্বাচন কমিশনার হলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM