মহাজোটেই থাকতে চায় জাপা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় পার্টি (জাপা) মহাজোটে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভবিষ্যতে ‘দেশের স্বার্থে’ কোনো প্রয়োজন হলে বিকল্প চিন্তা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

- Advertisement -

বুধবার (জানুয়ারি) ঢাকায় দলটির প্রেসিডিয়াম কমিটি ও নির্বাচিতদের বৈঠক শেষে এ তথ্য জানান দলটির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।

- Advertisement -google news follower

জিএম কাদের বলেন, এককভাবে আমরা জোটের সঙ্গে আছি, একভাবেই থাকতে চাই।

কতজন মন্ত্রিত্ব নিতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, এই বিষয়গুলো এখনো আমরা ঠিক করিনি। আলাপ-আলোচনার মাধ্যমে এগুলো ঠিক হবে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, এর আগের সংসদে জাতীয় পার্টি আনুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকায় ছিল, একই সঙ্গে তাদের দল থেকে কয়েকজনকে মন্ত্রীও করা হয়েছিল। সেই সংসদে তাদের মোট আসন ছিল ৩৪টি।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM