চট্টগ্রামের রাউজানে রুপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুপা আক্তার ওই গ্রামের সিএনজি অটোরিকশা চালক সাদ্দাম হোসেনের স্ত্রী। নির্যাতনের কারণেই রুপা আক্তার গলায় ফাঁস আত্মহত্যা করেছেন বলে দাবি নিহতের চাচা বদিউল আলমের।
জানা যায়, সাদ্দাম হোসেনের সাথে রুপার বিয়ে হয় ২০১৬ সালে। তাদের ঘরে দুই ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে রাউজান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শহীদুল ইসলাম জানান, সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে রাউজান থানা পুলিশের টিম।
বেড়ার ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদেন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএন/পিআর