সীতাকুণ্ডে গভীর রাতে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় গভীর রাতে চলন্ত একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। এতে কাভার্ডভ্যানে থাকা মালামাল পুড়ে গিয়ে অন্তত অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।

- Advertisement -google news follower

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাতে পণ্যবাহী কাভার্ডভ্যান মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া গণমাধ্যমকে বলেন, ওভারহিটের কারণে ব্যাটারির অ্যাসিড থেকে কনটেইনারের ভেতরে আগুনের সূত্রপাত হয়।

- Advertisement -islamibank

তাতে ভেতরে থাকা অর্ধলাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে সঠিক সময়ে আগুন নেভানোর ফলে ক্ষতি কম হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM