চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ঘাটকুল নামক এলাকা থেকে ১৪ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলাবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মৃত ওই শিক্ষার্থীর নাম মাহিন উদ্দিন প্রকাশ তাছিম। সে উপজেলা পৌরসভার পশ্চিম দেয়াননগর এলাকার মো. জমিরের (জামাই মন্নান)’র ছেলে।
মাহিন স্থানীয় ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে মাহিন বাড়িতে তার রুমেই পড়ছিলেন। রাতে তার বাবা রুমে গিয়ে দেখেন ছেলে সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলছে।
তড়িঘরি করে উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ওসি জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত কারণ জানা যাবে।
জেএন/পিআর