চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় লাগা এ অগ্নিকাণ্ড ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই রাজিব, সাদ্দাম, জিকোসহ ৫ জনের ৫টি দোকানের মালামাল পুড়ে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।
সাবেক স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন লেগে চায়ের দোকান, কুলিং কর্ণারসহ মোট ৫টি দোকান পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে জানাতে পারেনি লোকমান হাকিম।
জেএন/পিআর