হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬’র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

অনলাইন ডেস্ক

এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) টানা ষষ্ঠবারের মতো আয়োজন করতে যাচ্ছে “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬”।

- Advertisement -

আগামী ৩ জানুয়ারি ২০২৫ থেকে শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে শুরু হতে যাচ্ছে এই জমকালো টুর্নামেন্ট। ১৫টি দল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৪, ১০, ১১, ১৭, ১৮, ২৪, ২৫ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৫।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে টুর্নামেন্টের জার্সি, গ্রুপ ড্র এবং ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার।

হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬'র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

- Advertisement -islamibank

এছাড়াও উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি ওয়াং শিয়াংজিং, চীফ ফিনান্সিয়াল অফিসার ফেং ষিনয়ু, সেলস ডিরেক্টর আশরাফুল আলম, মা ও শিশু জেনারেল হাসপাতাল, বিয়ানীবাজার-সিলেট এর নুর নবী রাজু, এবং আমরাই কিংবদন্তী’র এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে। টুর্নামেন্টের বিভিন্ন পৃষ্ঠপোষক, দলগুলোর ম্যানেজার, অধিনায়ক এবং আয়োজক কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

হান্নান সরকার বলেন “বয়স ৪০ এর কোটায় এমন মানুষ গুলোর অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট বাংলাদেশ এর ক্রিকেট এর অগ্রযাত্রায় অনুপ্রেরণা প্রদান করবে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে”।

হায়ার বাংলাদেশ লিঃ এর ডি এম ডি ওয়াং শিয়াংজিং বলেন “হায়ার এমন একটি ব্র্যান্ড যা তরুন প্রজন্ম এবং ফিটনেস এর প্রতি অত্যন্ত যত্নশীল এবং তা হায়ার-এর পন্যের মাধ্যমে আমারা সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করি, পাশাপাশি, এ ধরনের ইভেন্ট এর সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি।”

অনুষ্ঠানে আরও ঘোষণা করা হয় যে, “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬” হবে বাংলাদেশের টেপ টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক আকর্ষণীয় এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানির আয়োজন। এবারের চ্যাম্পিয়ন দল আকর্ষণীয় ট্রফি ছাড়াও পাবে ৫ লক্ষ টাকা পুরস্কার।

গত পাঁচ আসরের বিজয়ীরা ছিলঃ
• সিজন ৫ (২০২৪): চ্যাম্পিয়ন মিলেনিয়াম মাস্টার্স, রানার-আপ নাইন্টিস মাস্টারমাইন্ড।
• সিজন ৪ (২০২৩): চ্যাম্পিয়ন মিলেনিয়াম টাইগারস তেজগাঁও, রানার-আপ লক্ষ্মীপুর রয়েলস।
• সিজন ৩ (২০২২): চ্যাম্পিয়ন টিম ব্যাকবেঞ্চারস, রানার-আপ চট্টগ্রাম উইজার্ড।
• সিজন ২ (২০২১): চ্যাম্পিয়ন মিরপুর কিংস, রানার-আপ টিম ব্যাকবেঞ্চারস।
• সিজন ১ (২০২০): চ্যাম্পিয়ন ডি এম স্ম্যাশার্স, রানার-আপ নওয়াব অব ওল্ড ঢাকা।

২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে ৫১ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

সংগঠনটির উল্লেখযোগ্য মানবিক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
• কোভিড-১৯ মহামারীর সময় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ।
• দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম।
• প্রতিবন্ধী শিশুদের সহায়তা।
• ফ্রি হেলথ ক্যাম্প।
• শীতবস্ত্র, খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।
• রক্তদান কর্মসূচি ছাড়াও বিবিধ কার্যক্রম।

ক্রিকেট কার্নিভ্যাল এই গ্রুপের ব্যাচমেট বন্ধুদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি এবং ভবিষ্যতের মানবিক কাজকে আরও গতিশীল করার লক্ষ্যেই আয়োজন করা হয়।

আমরাই কিংবদন্তী গ্রুপের সদস্যরা পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM