ডাকসু ভবনে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’

দেশজুড়ে ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে গড়ে তোলা হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

- Advertisement -google news follower

সভায় উপস্থিত ছিলেন কমিটির ফোকাল পয়েন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহশালায় রাখা হবে।

- Advertisement -islamibank

এর মধ্যে থাকবে শহীদদের ছবি, জামা-কাপড়, চশমা, বই, খাতা, কলমসহ অন্যান্য ব্যক্তিগত সামগ্রী।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ও আহতদের ব্যবহৃত এসব জিনিসপত্র আগামী ২০ ডিসেম্বরের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিনের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এটি ছাত্র আন্দোলনের ইতিহাসকে চিরকাল স্মরণীয় করার একটি প্রয়াস, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহাসিক ঘটনার গুরুত্ব তুলে ধরবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM