সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে…

যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো সীমান্ত বেড়া লংঘনের চেষ্টা চালাচ্ছিল প্রায় আড়াইশ’ অভিবাসী।  তাদের আটকাতে মরিচের গুঁড়ার স্প্রে ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে সীমান্ত টহল প্রহরীরা। মেক্সিকো সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মঙ্গলবার (১ জানুয়ারি) এমনই করে যুক্তরাষ্ট্র।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগীয় কর্মী ও সীমান্ত সুরক্ষা দল বলছে, ওই অভিবাসীরা সীমান্ত বেড়া ডিঙানোর বা তার নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে আসার চেষ্টা করছিলেন। মঙ্গলবার জারী করা এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত ডিঙ্গিয়ে যুক্তরাষ্ট্র ঢোকার চেষ্টা করছিলেন তারা। ইট-পাথর নিক্ষেপকারী অভিবাসীদের লক্ষ্য করেই কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।

- Advertisement -google news follower

সংস্থার কর্মীরা বলছেন, ঘটনাস্থলে উপস্থিত ছোট ছোট বাচ্চার নিরাপত্তা বিপন্ন হতে পারে এ শঙ্কায় ইট-পাথর নিক্ষেপকারীদের লক্ষ্য করে ওই গ্যাস ব্যবহার করা হয়। ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পিছু হটে মেক্সিকো পালিয়ে যায়।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM