বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী অনামিকা জুথী। অভিনয় থেকে দীর্ঘদিন ধরে দূরে থাকলেও শনিবার ভিন্ন একটি ঘটনায় আবারো আলোচনায় উঠে আসে তার নাম।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে এক কেজি স্বর্ণ নিয়ে মোহাম্মদ রায়হান ইকবাল নামক এক যুবকসহ আটক হয় এ নাট্যাভিনেত্রী।
শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ৭৩৩ গ্রাম ওজনের প্রায় ৬৯ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ দুজনকে আটক করেন এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা।
এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তবে বিভিন্ন গণমাধ্যমে স্বর্ণসহ আটকের খবর পড়ে অবাক অভিনেত্রী। অনেক গণমাধ্যম তাকে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত বলেও উল্লেখ করেছেন।
এ বিষয়ে অনামিকা জুথী বলেন, আটক করার মতো কোন ঘটনায় ঘটেনি। বিভিন্ন গণমাধ্যম ভুল তথ্য ছড়িয়ে সংবাদ প্রকাশ করেছেন।
তবে আমি যখন চট্টগ্রাম বিমান বন্দরে অবস্থান করি তখন আমার কাছে কিছু স্বর্ণ ছিল, যেগুলোর ট্যাক্স আমি ইতিমধ্যে দিয়েছি।
প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত। এটা আমার জন্য সম্মানহানিকর।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রীর ব্যক্তিগত আইডিতে একটি পোস্ট করেও তিনি বিষয়টি খোলাশা করেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম। গতকাল থেকে আমার সম্পর্কে খুব বাজে ভাবে নিউজ হয়েছে ,যেটা খুবই দুঃখজনক।
সত্যতা কতটুকু তা যাচাই-বাছাই না করেই সবাই নিউজ করে যাচ্ছে ।আমার ফ্লাইট ছিলো গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG১৪৮ )দুবাই-চট্টগ্রাম -ঢাকা ।
আমার টিকেট ল্যান্ডিং ছিলো দুবাই টু ঢাকা। এবং গোল্ড নিয়ে যে কথাগুলোর রিউমার হয়েছে সেটার সত্যটা কতটুকু আমি ডকুমেন্ট সহকারে প্রমাণ করবো।
তবে আটক হওয়া এবং কেজি পরিমাণ স্বর্ণ নিয়ে যে কথাগুলো রটিয়েছে, সংবাদ মাধ্যমে তা পুরুপরি ভিত্তিহীন এবং বানোয়াট।
যতটুকু পরিমাণ স্বর্ণ-লংকার আমার পরনে ছিলো তা আমার ব্যবহৃত গহনা। আমি সবকিছু ডকুমেন্ট সহকারে প্রকাশ করবো। ধন্যবাদ।”
একটি সূত্রে জানা গেছে অনামিকা জুথী একসময় ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন। একসময় বিনোদন অঙ্গন থেকে সরে যান তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটযোগে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) দুবাই থেকে শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে অভিনেত্রী ও আটক যুবক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা।
অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া স্বর্ণালঙ্কারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।
জেএন/পিআর