ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের মৃত্যু ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলাতুন্নেছা (৭৫) নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের মৃত লুতু মিয়ার শ্রী ও মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১মাস)।
আহতরা হলেন, আবু হানিফ(৪০),রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০),তানভির (১০), পাবেল মিয়া( ৩০),আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)।
পুলিশ জানায়, আজ বুধবার সকালে উপজেলার বিজয়নগর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের আমতলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, আজ বুধবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে সিলেট গামী মাইক্রোবাস, পিকাপ ভ্যান ও কুমিল্লা গামী বালু বুঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাড়ি গুলো উদ্ধার কার্যক্রম চলছে।
জেএন/পিআর