শাহআমানত সেতুর টোলপ্লাজায় ইয়াবাসহ বাসযাত্রী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী শাহআমানত সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

- Advertisement -

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ তল্লাশী অভিযান চালানো হয়। এসময় বাসটিতে থাকা এক যাত্রীর ট্রাভেল ব্যাগ হতে এক হাজার ৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের দায়ে তাকে আটক করে র‌্যাব।

- Advertisement -google news follower

আটক বাসযাত্রীর নাম মো. রুহুল কাদের (৪৪)। সে কক্সবাজার সদরের কুতুবদিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সোর্সের খবরে টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে নির্দ্দিষ্ট বাসটিতে তল্লাশি চালানো হয়।

- Advertisement -islamibank

এসময় এক যাত্রী বাস থেকে নেমে পালানো চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছে থাকা ট্রাভেল ব্যাগ হতে ১ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM