চট্টগ্রামের সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করেছে সরকার। এর ফলে এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে পরিচিতি পেল।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আজ বুধবার ওই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত।
সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।
এ ছাড়া পৃথক গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সন্দ্বীপসহ বর্তমানে নদীবন্দরের সংখ্যা ৫৪টি। এর মধ্যে চারটি বড় নদী বন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।
জেএন/পিআর