সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করেছে সরকার। এর ফলে এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে পরিচিতি পেল।

- Advertisement -

মঙ্গলবার (১১ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আজ বুধবার ওই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।

- Advertisement -google news follower

প্রজ্ঞাপনে বলা হয়, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত।

সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।

- Advertisement -islamibank

এ ছাড়া পৃথক গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সন্দ্বীপসহ বর্তমানে নদীবন্দরের সংখ্যা ৫৪টি। এর মধ্যে চারটি বড় নদী বন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM