বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচনই তো প্রত্যাখ্যান করেছি। শপথতো পার হয়ে গেছে, আর কী শপথ নেব আমরা? আমরা শপথ নিচ্ছি না।’
জাতীয় ঐক্যফ্রন্টের সাত সংসদ সদস্য (এমপি) শপথ নিচ্ছেন না জানিয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন।
এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের নামে ৩০ ডিসেম্বর যে নিষ্ঠুর প্রতারণা ও প্রহসন জনগণের সঙ্গে করা হয়েছে, ইতিমধ্যে সেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি।’
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির পাঁচ এমপি হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬ আসন), মোশারফ হোসেন (বগুড়া-৪), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) ও হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপি হলেন- সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২)।