চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুলমাঠ থেকে উদ্ধার হওয়া অচেনা যুবকের মরদেহের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাত্র ১৫ বছর বয়সে ১০ বছর আগে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন বোয়ালখালী থানার শাকপুরা ইউপির ৪নং ওয়ার্ডের পশ্চিম সাকুরা গ্রামের নিরঞ্জন মাস্টার বাড়ির আহাম্মদ নুরের পালক ছেলে সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদু।
এরপর থেকে সে আর বাড়ি ফিরে যায়নি। গতকাল বুধবার সকালে ফতেয়াবাদ স্কুল মাঠে অচেনা এক যুবকের মরদেহ উদ্ধারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর পালক ভাইয়ের খোঁজে সেখানে ছুটে যায় বোন সালমা আক্তার (৪০)। তিনি মরদেহটি সনাক্ত করেন।
তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে দাবি করে এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার দিকে সাইকেল চুরির অভিযোগে তার ভাই লেদুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন এলাকার একটি মাদ্রাসা মাঠে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে আব্দুল্লাহ আল নাঈম, মুছা কাজেম ও অপর এক বিবাদীসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন জড়িত ছিলেন বলে এজাহারে উল্লেখ করেন নিহতের বোন সালমা।
এজাহার দায়েরের পর অভিযান অভিযুক্ত আব্দুল্লাহ আল নাঈম (১৯) ও মো. মুছা কাজেম (৩৭)কে পুলিশ আটক করেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন। তিনি বলেন, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেপ্তার করা হবে।
এর আগে বুধবার সকালে ওই স্কুল মাঠে আনুমানিক ২৬/২৭ বছর বয়সী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা থেকে পুলিশের একটি টিম এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাশটি প্রেরণ করেন।
জেএন/পিআর