চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ঝাউতলা মাজার গলি এলাকার একটি বাসায় বিকট শব্দে টেলিভিশন বিস্ফোরিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণে ঘরটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে টিভি বিস্ফোরণে বসতঘরে আগুন লাগার তথ্যটি নিশ্চিত করলেও ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানানো হয়নি।
জেএন/পিআর