আনোয়ারায় বাইক-ট্রাকে সংঘর্ষ: যুবকের মৃত্যু,আহত ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের সামনে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে।

- Advertisement -

এতে দিদারুল ইসলাম নামে ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মারুফ ও আহমেদ নামে আরও দুজন।

- Advertisement -google news follower

গত বুধবার রাত ১১টার দিকে হতাহতের ঘটনাটি ঘটে। নিহত দিদারুল উপজেলার বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামের আবু তালেবের ছেলে।

আহতরা হলো-একই গ্রামের শেখ মোহাম্মদের ছেলে মো.মারুফ (১৮) ও আলী হোসেনের ছেলে আহমেদ হোসেন (১৯)।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বটতলী বাজার এলাকায় একটি মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে তিনবন্ধু মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে তালুকদার ক্লাবের সামনে ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনবন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টায় দিদারুল ইসলামের মৃত্যু হয়। আহত দুইজন গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ থানায় নিয়মিত মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM