মিউজিক ভিডিওতে অভিনেত্রী সুনেরাহ

বিনোদন ডেস্ক :

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। তবে অনেকদিন হলো নতুন কোনো সিনেমায় নেই অভিনেত্রী

- Advertisement -

এখন নাটকেই বেশি ব্যস্ত রেখেছেন নিজেকে। এবার মিউজিক ভিডিওর মডেল হয়ে শিগগিরই পর্দা মাতাতে আসছেন সুনেরাহ।

- Advertisement -google news follower

কয়েকদিন আগেই একটি নাটকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন তিনি। এবার তার সঙ্গেই মিউজিক ভিডিওতে কাজ করলেন অভিনেত্রী।

‘আয় গোছাই’ শিরোনামে রোমান্টিক ঘরানার গানে কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ূম। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।

- Advertisement -islamibank

মিউজিক ভিডিও প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘আয় গোছাই’ গানটির গল্প আলাদা। কক্সবাজারে শুটিং হয়েছে। পরিচালক ও টিম ছিল গোছানো।

সিনেমার মতোই আমরা সময় নিয়ে গানটির শুটিং করেছি। অভিনয়ের জায়গা ছিল। বাজেটে কোনো ছাড় দেওয়া হয়নি। এসব কারণে মনে হয়েছে, কাজটির সঙ্গে আমার থাকা উচিত।

প্রসঙ্গত, শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM