চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে গমের বড় চালান

বন্দর ডেস্ক :

ইউক্রেন থেকে আমদানি করা গমের একটি বড় চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

- Advertisement -

৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি এনজয় প্রসপারিটি’ নামের জাহাজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় এসেছে।

- Advertisement -google news follower

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান এটিই।

- Advertisement -islamibank

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের কাজ শুরু হবে।

এ চালানের ৩১ হাজার ৫০০ মেট্রিকটন গম চট্টগ্রাম বন্দরে খালাসের পর বাকি ২১ হাজার মেট্রিকটন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM