চট্টগ্রামে বিএনপির বহিস্কুত নেতা কিং আলী কারাগারে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলীকে (কিং আলী)কে কারাগারে পাঠিয়েছে আদালত।

- Advertisement -

কোটি টাকা চাঁদা না পেয়ে বসতঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগে রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বিপ্লব কুমার ঘোষ জানান, গত ১৮ আগষ্ট বিএনপি নেতা কিং আলী ও ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মোহাম্মদ মহিউদ্দিনের দায়ের করা ওই মামলায় রবিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাছাড়া মামলার পর থেকে পলাতক থাকা কিং আলীর ভাই লোকমান আলীর (৩৫)র বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত।

- Advertisement -islamibank

এর আগে গত মাসে পাহাড়তলী থানায় এন মোহাম্মদ ট্রেডিংয়ে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়, বহিষ্কৃত বিএনপি এই নেতার নামে একাধিক মামলা রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM