চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় মো. পারভেজ (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্তারেপ্রতার পারভেজ উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে। সে মামুন হত্যা মামলার ১৩নং এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
উল্লেখ্য : সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে গত ১ ডিসেম্বর রাতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান। নিহত মামুন ঘটনার এক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।
ঘটনার তিনদিন পর ৩ ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
২ ডিসেম্বর রাতে ওই মামলায় মো. ওসমান গণি (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
জেএন/পিআর