বিজয় দিবসে বিয়ের খবর নায়িকা শশীর,পাত্র কে?

বিনোদন ডেস্ক :

বড় পর্দা দিয়ে অভিনয় শুরু করেন শারমীন জোহা শশী। ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যপক পরিচিতি অর্জন করেন শশী।

- Advertisement -

বর্তমানে কাজ করেন খুব বেছে বেছে। নতুন করে আলোচনায় এলেন বিজয় দিবসে বিয়ের খবর দিয়ে। ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোমবার (১৬ ডিসেম্বর) বিয়ে করেছেন এ অভিনেত্রী।

- Advertisement -google news follower

বিয়ের খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন শারমীন জোহা শশী। বর খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত।’

এরপর বলেন, ‘পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি।

- Advertisement -islamibank

আপনাদের ভালবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

পোস্টের কমেন্ট বক্সে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ‘অভিনেতা রওনক হাসান লিখেছেন, অভিনন্দন অভিনন্দন আমার প্রিয় দুজন তোমাদের নতুন জীবন সুন্দর হোক, মনের মতো হোক।’

বিয়ের প্রসঙ্গ নিয়ে শশী সংবাদমাধ্যমকে জানান, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, ‘হাজার বছর ধরে’ প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস।

সেই উপন্যাসটি চলচ্চিত্রে রূপ দিয়েছেন অভিনেত্রী পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা। তাতে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন শারমীন জোহা শশী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM