চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ষাটোদ্ধ বয়সী এক বৃদ্ধা এবং ২৪ বছর বয়সী এক মোটরসাইকেল চালক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল পৌনে ১১টায় সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে একটি পিকআপ মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মো. সজীব (২৪)।
নিহত সজীব পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড এলাকার ফরিদ আহম্মদের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, ঘাতক পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।
এদিকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স সংলগ্ন এলাকায় পৃথক অপর সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে খুরশিদা বেগম (৬০)নামে এক বৃদ্ধা নিহত হন। তিনি মোহাম্মদ পুর এলাকার বাসিন্দা।
নিহত বৃদ্ধার মেয়ে নাহিদা আক্তার জানান, বিকেলে ওই সড়কটি পার হতে গেলে দ্রুতগতিতে এসে একটি ট্রাক মাকে ধাক্কা দিয়ে চলে যায়।
পুলিশের সহায়তায় মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএন/পিআর