ফের ২ দিনের রিমান্ডে সাবেক এমপি এমএ লতিফ

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেছেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, কোতোয়ালি থানায় দায়েরকৃত এক মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় এক দফা আন্দোলনে জড়ো হন। ওই সময় এম এ লতিফের নির্দেশে আসামিরা সাইফুল ইসলামসহ আন্দোলনে অংশ নেওয়াদের ওপর আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

- Advertisement -islamibank

এতে গুরুতর আহত সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৯ সেপ্টেম্বর। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর সাইফুল মারা যান।

এই ঘটনায় মঈন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, সাবেক এমপি এম এ লতিফের সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের দিয়ে ঘটনার দিন ৪ আগস্ট নগরের নিউমার্কেট থেকে টাইগারপাস এলাকায় ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। এ ঘটনায় ৭৩৫ জনকে এজাহারনামীয় এবং এক হাজার থেকে ১২শ’ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি।

এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এম এ লতিফকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে নিয়ে যাওয়া হয়।

গত ১৭ আগস্ট সকাল সাড়ে ছয়টার দিকে বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়। ওইদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত নগরের ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা আরেকটি মামলায় এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

পরবর্তীতে চাকুরিজীবী মো. আলম হত্যার ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় দায়ের হওয়া মামলায় গত ৩০ অক্টোবর ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর হয় লতিফের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM