চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতু (৩৯)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত আসামি ছোটন নগরীর বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার দ্বিজেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে র্যাব -৭ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ছোটন বন্দর থানার মামলা নং – ২৭/২০১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন ছোটন।
মঙ্গলবার সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে থেকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ছোটনকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর